ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত থাই এয়ারওয়েজে ২০ শতাংশ ছাড়
ভালোবাসায় ভরপুর ফেব্রুয়ারি মাসকে ‘ফ্যাবুলাস উইক’ ঘোষণা করে প্লেনের টিকিটে ২০ শতাংশ ছাড় দিয়েছে থাইল্যান্ডভিত্তিক থাই এয়ারওয়েজ।
এ মাসের ৯ তারিখ থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি (সোমবার) ভালোবাসার দিবস পর্যন্ত চলবে তাদের এই ছাড়। ছাড়ে টিকিট কেটে ভ্রমণ করা যাবে ২০২২ সালের অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত।
থাই এয়ারওয়েজ জানায়, ফেব্রুয়ারি মাসের ‘ফ্যাবুলাস উইক’ নামে তাদের একটি সপ্তাহব্যাপী ক্যাম্পেইন চলছে। বিশ্বে ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ তারিখ প্রমিজ ডে, ১২ তারিখ হাগ ডে, ১৩ তারিখ কিস ডে এবং ১৪ তারিখ ভ্যালেনটাইন্স ডে উদযাপিত হয়। এই দিনগুলোকে আরও উল্লেখযোগ্য করে রাখতে তাদের এই ছাড়।
এই ছাড় দিয়ে বাংলাদেশি যাত্রীরা ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ ট্রানজিট ফ্লাইটে লন্ডন, প্যারিস, নারিতা, তাইপে, সিডনি, জুরিখ, সিউলসহ নানা গন্তব্যে যেতে পারবেন। ইকোনমি বা বিজনেস যেকোনো ক্লাসের টিকিট কাটা যাবে। ইকোনমি ক্লাসের যাত্রীরা পাবেন ২০ কেজি আর বিজনেস ক্লাস যাত্রীরা ৪০ কেজি ফ্রি ব্যাগেজ সুবিধা পাবেন।
টিকিটের সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে থাই এয়ারওয়েজ। তারা জানায়, দুই বা দুইয়ের বেশি যাত্রীর জন্য রিটার্ন টিকিট কাটলেই কেবল ছাড় মিলবে। তবে দুই ঈদ, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের সময়গুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না, মানতে হবে থাই সরকারের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা।
এআর/এসএসএইচ