আজকের জোকস : ২৭ ফেব্রুয়ারি, ২০২২
গাড়ি ভাড়া না দেওয়ার ফন্দি
হোজ্জা একবার উটের গাড়িতে চড়েছেন। গাড়িচালক তার কাছে ভাড়া চাইল। শুনে তিনি হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। চালক বাধা দিয়ে বলল—
চালক: ভাড়া না দিয়ে আপনি যাচ্ছেন কোথায়?
হোজ্জা: আমি হলাম বাদশার খাস বন্ধু। আমার কাছে তুমি ভাড়া চাইছ।
চালক: ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?
হোজ্জা: তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?
চালক: নিশ্চয়ই দেখেছি।
হোজ্জা: তুমি কি আমাকে চেন?
চালক: না, চিনি না।
হোজ্জা: তাহলে কী করে জানলে যে, আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?
***
দুই রঙের মোজা
ধলা একবার এক পায়ে সাদা আর এক পায়ে কালো রঙের মোজা পরে স্কুলে গেল। দেখে শিক্ষক রাগে অগ্নিশর্মা হয়ে বললেন—
শিক্ষক: ধলা, তুই দুই রঙের মোজা পরে স্কুলে এসেছিস কেন?
ধলা: স্যার, আমি দু’তিন দিন ধরে বাসায় এই নতুন মোজা জোড়া দেখছি, তাই পরে এলাম।
শিক্ষক: দেখলেই কি দুই রঙের মোজা পরতে হবে?
ধলা: স্যার, আমার কী দোষ! আমার বাবাও তো ঠিক আমার মতোই দুই রঙের মোজা পরে অফিসে যান।
***
দূরে থাকার চেষ্টা
আদালতে উকিল বলছেন আসামিকে
উকিল: এবারের মতো তোমাকে বেকসুর খালাস পাইয়ে দিলাম।
আসামি: ধন্যবাদ স্যার।
উকিল: কিন্তু এখন থেকে পাজি লোকজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে।
আসামি: অবশ্যই স্যার। আমি অবশ্যই আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব।