আজকের জোকস : ২ মার্চ, ২০২২
ডাক্তারি পাস করার প্রথম দিন
এক লোক ডাক্তারি পাস করে প্রথম দিন রোগী দেখছিলেন। তিনি প্রথমে টর্চ দিয়ে রোগীর জিহ্বা, এরপর চোখ এবং সবশেষে কান দেখে বললেন, ‘ব্যাটারি ঠিক আছে।’
****
অসম্ভব বলে কোনো শব্দ নেই
নেপোলিয়ন একদিন আসগরকে বলছেন—
নেপোলিয়ন: আমার অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
আসগর: বারে, আপনার কেনার সময় সেটা দেখা উচিত ছিল। এখন বলে তো কোনো কাজ হবে না।
***
আলমারি কেউ ধার দেয় না
সগীর: তোমার এত বইয়ের কালেকশন? আর তুমি কি-না এমন করে বইগুলো চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছ? এই ভালো ভালো বইগুলো আলমারিতে রাখা উচিত।
সমীর: উচিত জানি!
সগীর: তাহলে রাখছো না কেন?
সমীর: বই ধার পাওয়া যায়, কিন্তু আলমারি তো কেউ ধার দেয় না ভাই।
****
এক গাড়ির ড্রাইভার কত জন?
এক লোক নতুন গাড়ি কিনেছেন। ড্রাইভার বলল—
ড্রাইভার: স্যার, একটা স্ক্রু ড্রাইভার লাগবে।
ভদ্রলোক: ইস, ড্রাইভার তো একজন রেখেছিই আবার স্ক্রু টাইট দেওয়ার জন্য আরেক জন ড্রাইভার লাগবে?