আজকের জোকস : ৫ মার্চ, ২০২২
স্বামীর কারণে ঘুমাতে পারেন না স্ত্রী
এক স্ত্রী তার স্বামীকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলেন-
স্ত্রী: ডাক্তার সাহেব, আমার স্বামী রাতে ঘুমের ঘোরে অনর্গল কথা বলেন। তার যন্ত্রণায় আমি রাতে ঘুমাতে পারছি না, কিছু একটা করেন।
ডাক্তার: ও কিছু না, আপনার স্বামীকে দিনের বেলা কথা বলার সুযোগ দিন। তাহলেই সব ঠিক হয়ে যাবে।
***
পরাজয় থেকে বাঁচিয়েছেন আম্পায়ার
কোনো এক দেশের ক্রীড়ামন্ত্রী আর ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে কথা হচ্ছে-
ক্রীড়ামন্ত্রী: ক্রিকেট ম্যাচ জেতায় আপনাদের অভিনন্দন!
বোর্ডপ্রধান: অভিনন্দন ডেভিডকে দিন। সে আমাদের পরাজয় থেকে বাঁচিয়েছে।
ক্রীড়ামন্ত্রী: সে আমাদের ব্যাটসম্যান, না-কি বোলার?
বোর্ডপ্রধান: সে একজন আম্পায়ার!
****
টিভিতে চান্স পাওয়া উচিত
বড় বোন ছোট বোনকে গান শোনাচ্ছে
বড় বোন: আমার গান তোর কেমন লাগল?
ছোট বোন: তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত।
বড় বোন: আমি কি সত্যিই এতো ভালো গান করি?
ছোট বোন: না, মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম।