আজকের জোকস : ৭ মার্চ, ২০২২
দ্রুত পড়তে পারো না
সুরুজ তার বন্ধুকে চিঠি লিখছেন—
‘প্রিয় রফিক, বহুদিন পর তোমাকে লিখছি। আস্তে আস্তে লিখছি, কারণ আমি জানি তুমি দ্রুত পড়তে পারো না...’
****
স্ত্রী একটি ড্রাকুলা জন্ম দিয়েছে
ডাক্তার: অভিনন্দন জিকু! আপনার একটি ছেলে হয়েছে।
জিকু: বাহ! কী আনন্দ!
ডাক্তার: কিন্তু আপনার ছেলের জন্য এখনই এক ব্যাগ রক্ত দরকার।
জিকু: কেন? আমার স্ত্রী কি একটা ড্রাকুলা জন্ম দিয়েছে?
***
ধূমপানের অপকারিতা
এক লোক গ্রামের সব ধূমপায়ীকে একত্র করলেন ধূমপানের অপকারিতা সম্পর্কে বোঝানোর জন্য। প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ওই জারে কয়েকটা মশা ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর সব মশা মারা গেল। তারপর তিনি সবাইকে বললেন—
লোক: এ থেকে আপনারা কী শিখলেন?
ধূমপায়ী: এ থেকে আমরা শিখলাম, মশার কয়েলের পরিবর্তে সিগারেট ব্যবহার করা উচিত।
****
দেওয়ালটা ভয়ে কাঁপতাছে
লাল্টু: লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে!
বন্ধু: হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোনো সন্দেহ আছে?
লাল্টু: ধুর! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেওয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম, এক ইঞ্চিও নড়ে নাই! সব ভুয়া। এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখি দেওয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে!