আজকের জোকস: ৮ মার্চ, ২০২২
পরী বউ
বিল্টু বিকেলে তার বন্ধুর সঙ্গে গল্প করছে—
বিল্টু: জানিস? আমার বউ আসলে মানুষ না, পরী! আমি এতদিন বুঝতেই পারিনি।
বিল্টুর বন্ধু: বলিস কি?
বিল্টু: হ্যাঁ, গত রাতে হঠাৎ ঘুম থেকে জেগে দেখি, আমার বউ বসে আছে আর তার মুখ থেকে আলোর আভা বের হচ্ছে!
বিল্টুর বন্ধু: বলিস কি?
বিল্টু: হ্যাঁ, সেই আভা কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু আমি নড়ে উঠতেই সেই আভা মিলিয়ে গেলো। আর বউ ঝট করে আমার পাশে শুয়ে পড়ল।
বিল্টুর বন্ধু: হা হা হা।
বিল্টু: তুই হাসছিস কেন?
বিল্টুর বন্ধু: ওরে গাধা,পরী টরি কিচ্ছু না। তোর বউ তোর মোবাইল ফোন চেক করছিল।
***-
ভালো শিক্ষকের ছাত্র
এক ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে। ছাত্র পড়ালেখা কিছুই পারে না। একদিন ক্লাসে শিক্ষক ছাত্রকে বলছেন—
শিক্ষক: তুমি তো কিছুই পার না। আমি তোমার বয়সে কঠিন কঠিন অঙ্কগুলো সেকেন্ডের মধ্যে সমাধান করে দিতাম।
ছাত্র: স্যার, আপনি হয়তো ভালো শিক্ষকের ছাত্র ছিলেন।
শিক্ষক: মানে?
ছাত্র: আপনার শিক্ষক ভালো পড়াতে পারতেন হয়তো। তাই আপনি আজ শিক্ষক হতে পেরেছেন। কী আর করা বলুন, সবার ভাগ্য তো আর সমান হয় না।
****
রেস্তোরাঁয় ধূমপান
একদিন এক লোক রেস্টুরেন্টে গেলেন—
লোক: এই, গরম কী আছে?
ওয়েটার: বিরিয়ানি, খিচুরি, তেহারি।
লোক: আরও গরম কী আছে?
ওয়েটার: মোগলাই পরোটা, পুরি।
লোক: আরও গরম কী আছে?
ওয়েটার: দুধ, চা, কফি।
লোক: আরও গরম কী আছে?
ওয়েটার: আছে চুলার জ্বলন্ত কয়লা।
লোক: যাও, এক প্লেট নিয়ে আসো।
ওয়েটার: কেন? কী করবেন?
লোক: সিগারেট জ্বালাব।