আজকের জোকস : ১০ মার্চ, ২০২২
বিলের গভীরতা এক ফুট
একদিন লালু বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল—
লোক: ভাই, এই বিলের গভীরতা কেমন হবে, বলতে পারেন?
লালু: হবে হয়তো এক ফুটের কাছাকাছি!
লোক: আপনি এত নিশ্চিত হলেন কী করে যে, এই বিলের গভীরতা মাত্র এক ফুট? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন? লালু: না, আমি কখনো এ বিলে নামিনি। তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি। কিন্তু হাঁসটার শুধু পা দুটোই জলে ডুবে ছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসেরই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না!
****
গ্লাসের উপরের দিকটা বন্ধ
সুজন আর তার এক বন্ধু গ্লাস কিনতে দোকানে গেছেন। দোকানে একটি উল্টো করে রাখা গ্লাস দেখে—
সুজন: দেখ, এই গ্লাস তো নষ্ট!
বন্ধু: কেন, তুই কী দেখে নষ্ট বললি?
সুজন: আরে বোকা, দেখতে পাস না, গ্লাসটার উপরের দিকটা বন্ধ। পানি ভরবি কীভাবে, শুনি?
বন্ধু: আরে তাই তো! শুধু উপরটাই বন্ধ নয়, দেখ, গ্লাসটার নিচের দিকটাও কেমন ভাঙা।
****
টেলিভিশন ছাড়া সব কিছু চুরি
কাশিনাথ পুলিশের কাছে গিয়ে নালিশ করল—
কাশিনাথ: স্যার, কাল রাতে টেলিভিশনটা ছাড়া আমার বাসার সব কিছু চুরি হয়ে গেছে।
পুলিশ: তা চোর মহাশয় সব নিলো কিন্তু টেলিভিশনটা নিলো না কেন?
কাশিনাথ: ওটা আর চুরি করবে কীভাবে বলেন, আমি তো তখন বসে বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম!