আজকের জোকস : ১৩ মার্চ, ২০২২
বিয়ে বাড়িতে যখন জামাই নাচে
একটি পাগলা গারদে সব পাগল নাচানাচি করছিল। শুধু একজন পাগল বসে ছিল। ডাক্তার ভাবলেন সেই পাগলটা মনে হয় ভালো হয়ে গেছে । তাই তাকে জিজ্ঞাসা করলেন-
ডাক্তার: সবাই নাচছে তুমি নাচতেছ না কেন?
পাগল: আরে আপনি গাধা নাকি? বিয়ে বাড়ীতে কি জামাই কখনো নাচে?
ডাক্তার: তুমি জামাই?
পাগল: হ্যাঁ হ্যাঁ। যান আপনিও নাচুন গিয়ে।
***
১৫টি ফলের নাম মনে রাখার উপায়
শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। এক ছাত্রকে বললেন—
শিক্ষক: ১৫ টি ফলের নাম বলো তো।
ছাত্র: স্যার, লিচু।
শিক্ষক: খুব সুন্দর। তারপর?
ছাত্র: আম।
শিক্ষক: বাহ! খুব ভালো।
ছাত্র: আপেল।
শিক্ষক:বাহ! বাহ! খুব ভালো। আরো ১২ টি?
ছাত্র: আর এক ডজন কলা।
****
স্বামীদের বাড়ির কাজ
অফিসের বস: আমি যে তোমাকে ফোন করেছিলাম তোমার বউ ফোন ধরেছিল। বললো, তুমি নাকি রান্না করছিলে?
কর্মচারী: হ্যাঁ স্যার, রান্না করছিলাম।
বস: তারপর, তুমি আমাকে কল ব্যাক কর নি কেনো?
কর্মচারী: স্যার, করেছিলাম তো। কিন্তু আপনার পত্নী ফোন ধরেছিলেন। উনি বললেন, আপনি এখন থালাবাসন মাজছেন।