আজকের জোকস : ১৪ মার্চ, ২০২২
আকাশে মরা তোতা পাখি
পড়ন্ত বিকেলে দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিল-
প্রথম বন্ধু: হায়! দেখো, একটা মরা তোতা পাখি।
দ্বিতীয় বন্ধু: কোথায়? কোথায়?
প্রথম বন্ধু: এই তো মাটিতে।
দ্বিতীয় বন্ধু: ওহ, আমি তো আকাশে খুঁজছিলাম।
****
দুর্ঘটনার আগে বাড়ি পৌঁছতে হবে
পিন্টু আর নান্টু গাড়ি করে যাচ্ছিল। চালকের আসনে ছিল পিন্টু-
নান্টু: কিরে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?
পিন্টু: দোস্ত, গাড়ির ব্রেক ফেইল হয়ে গেছে!
নান্টু: আরে গাধা, তাহলে গতি বাড়াচ্ছিস কেন? গতি কমা!
পিন্টু: না, না! যে করেই হোক, অ্যাকসিডেন্ট হওয়ার আগে আগে বাড়ি পৌঁছতে হবে!
***
পাঞ্জাবিটা কেমন ছোট হয়ে গেছে
স্বামী: লন্ড্রিতে কাচার পর নতুন কেনা পাঞ্জাবিটা কেমন ছোট হয়ে গেছে, দেখছো? কিছুতেই মাথা গলাতে পারছি না।
স্ত্রী: কই দেখি?
স্বামী: এখানে আসো।
স্ত্রী: ও মা, জামা তো ঠিকই আছে। তুমি আসলে হাতার মধ্যদিয়ে মাথা গলাবার চেষ্টা করছো।
****
দুধ কেজি হিসেবে বিক্রি করি না
গ্রামের এক লোক ঢাকার একটি সুপারশপে গেলেন দুধ কিনতে। তিনি সেলসম্যানকে বললেন—
লোক: এক কেজি দুধ দেন তো।
সেলসম্যান: দুধ আমরা কেজি হিসেবে বিক্রি করি না।
লোক: তাহলে আশি সেন্টিমিটার দুধ দেন।