আজকের জোকস : ২০ মার্চ, ২০২২
শতবছর বাঁচার উপায়
একজন শিষ্য গুরুর কাছে গেলেন—
শিষ্য: গুরু, আমি কীভাবে শতবছর বাঁচবো?
গুরু: বিয়ে করে ফেল।
শিষ্য: তাহলে কি আমি শতবছর বাঁচবো?
গুরু: না। বিয়ে করলে তোমার বেঁচে থাকার ইচ্ছেটাই উঠে যাবে।
***
পরীক্ষার প্রশ্ন সব সিলেবাসের বাইরের
ছেলে পরীক্ষার দিয়ে আসার পর বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন—
বাবা: তোর পরীক্ষা কেমন হলো?
ছেলে: ১ আর ৩ নম্বর প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে।
বাবা: আর বাকি গুলো?
ছেলে: ৫ আর ৬ নম্বর তো স্কুলে পড়ায়নি।
বাবা: তাহলে বাকি গুলো?
ছেলে: ৮ আর ১০ নম্বরের উত্তর লেখার সময় পাইনি।
বাবা: তাহলে বাকি ২,৪,৭ নম্বরের উত্তর লিখেছিস?
ছেলে: ওটার উত্তরটাই তো ভুল লিখে ফেলেছি।
***
জোকস শেয়ার করে যাবজ্জীবন কারাদণ্ড
জজ সাহেব কোর্ট থেকে বের হওয়ার সময় হো হো করে মাথা দুলিয়ে হাসছিলেন। তাকে দেখে তার এক সহকর্মী জিজ্ঞেস করলেন—
সহকর্মী: এতো কী নিয়ে হাসছো? হয়েছে কী?
জজ: আমি একটু আগে আমাদের গভর্নমেন্টকে নিয়ে খুব মজার একটি জোকস শুনলাম। শোনার পর থেকে হেসেই কূল পাচ্ছি না।
সহকর্মী: তাই নাকি? আমাকেও বল।
জজ: পাগল হয়েছো নাকি? না, না।
সহকর্মী: কেন?
জজ: একটু আগে এই জোকস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এলাম।