আজকের জোকস: ২২ মার্চ, ২০২২
থুতু দেয় উল্টো দিকে
স্বৈরাচার এক শাসক নিজের ছবি দিয়ে স্ট্যাম্প বের করার পর একদিন খোঁজ নিতে গেলেন।
শাসক : কী, স্ট্যাম্পটা কেমন চলছে?
কর্মকর্তা : স্ট্যাম্প তো চলছে না স্যার। সবকিছু ভালো হয়েছে কিন্তু ভালো আঠা দেয়া হয় নাই।
শাসক : কী! ডাকো তাকে। আঠার দায়িত্বে কে ছিল?
আঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এলেন-
কর্মকর্তা : স্যার আঠা তো ভালোই দিয়েছি কিন্তু লোকজন তো আঠার দিকে থুতু দেয় না, থুতু দেয় উল্টো দিকে।
****
শুধু বিল পাস করমু
এক নেতা যখন ভোটে দাঁড়ালেন, প্রচুর পোস্টার ছাপালেন। প্রেসের লোক এসে বলল, ‘স্যার, এত পোস্টার ছাপালেন, বিলটা তো পাইলাম না।’
নেতা বললেন, ‘খাড়াও মিয়া, খালি একবার জিতে যাই, তারপর তো শুধু বিলই পাস করমু।’
****
শায়েস্তা করার মোক্ষম সুযোগ
মৃত্যুশয্যায় স্বামী তার স্ত্রীকে বলছেন-
স্বামী : আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি চৌধুরীকে বিয়ে কর।
স্ত্রী : চৌধুরী! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি!
স্বামী : আমি জানি সে আমার শত্রু। তাই চৌধুরীকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে?
****
বউয়ের সাথে ঝগড়া
রফিক : তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস?
শফিক : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
রফিক : বলিস কী! তারপর?
শফিক : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’