আজকের জোকস : ২৮ মার্চ, ২০২২
১৫টি ফলের নাম মনে রাখার উপায়
শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। এক ছাত্রকে বললেন—
শিক্ষক: ১৫ টি ফলের নাম বলো তো।
ছাত্র: স্যার, লিচু।
শিক্ষক: খুব সুন্দর। তারপর?
ছাত্র: আম।
শিক্ষক: বাহ! খুব ভালো।
ছাত্র: আপেল।
শিক্ষক:বাহ! বাহ! খুব ভালো। আরো ১২ টি?
ছাত্র: আর এক ডজন কলা।
***
বিশ বছর ধরে রাস্তাটা এখানেই আছে
দুজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে—
১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
১ম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!
২য় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।
***
ভুঁড়ি কমানোর উপায়
একদিন দুই বন্ধুর হঠাৎ দেখা। এক জায়গায় বসে গল্প করছে দুজনে—
১ম বন্ধু: কিরে তোর খবর কি? কি করছিস এখন?
২য় বন্ধু: অনেক ব্যস্ত দোস্ত। সারাদিনই পরিশ্রম করতে হয়।
১ম বন্ধু: ও তাই নাকি? তো কি কাজ করিস তুই?
২য় বন্ধু: গেইম খেলি।
১ম বন্ধু: সারাদিন মোবাইল ফোনে গেম খেলিস কেন?
২য় বন্ধু: ডাক্তার বলেছেন, ভুঁড়ি কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারি না।