আজকের জোকস: ৩১ মার্চ, ২০২২
বিদ্যার জাহাজ ডাঙায় কেন?
গোপালের সাথে এক ভদ্রলোকের পরিচয় করিয়ে দিচ্ছেন রামবাবু–
রামবাবু: বুঝলে গোপাল, ইনি হলেন শ্রী বিদ্যাচরণ মিশ্র। তোমার মতো অকাট মূর্খ নন, রীতিমত যাকে বলে বিদ্যার জাহাজ!
গোপাল: তা জাহাজই যখন, ডাঙায় কেন? সাগরের জলে ভাসিয়ে দিন না!
****
কখনো বানর দেখেননি
গোপালকে বলছেন শ্যামবাবু–
শ্যাম:বাবু: এখানে বানরের বড্ড উৎপাত। তোমাকে তো দেখতে বেশ বানরের মতোই! ওদের দলে তোমাকে ছেড়ে দিলে কী হবে বলো তো? তুমি নিশ্চয়ই কখনো বানর দেখোনি?
গোপাল: আজ্ঞে না! আপনার মত বানর আমি আগে আর কখনো দেখিনি!
***
বিলের গভীরতা এক ফুট
একদিন লালু বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল—
লোক: ভাই, এই বিলের গভীরতা কেমন হবে, বলতে পারেন?
লালু: হবে হয়তো এক ফুটের কাছাকাছি!
লোক: আপনি এত নিশ্চিত হলেন কী করে যে, এই বিলের গভীরতা মাত্র এক ফুট? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন? লালু: না, আমি কখনো এ বিলে নামিনি। তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি। কিন্তু হাঁসটার শুধু পা দুটোই জলে ডুবে ছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসেরই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না!
****
ফুটবলার জিদান লাপাত্তা
বেশ কয়েক দিন ধরে ফুটবলার জিদান লাপাত্তা। তাই জিদানের স্ত্রী গেছেন ওই দেশের পুলিশের কাছে—
স্ত্রী: স্যার, জিদান এক সপ্তাহ আগে আলু কেনার কথা বলে বাজারে গিয়েছিলেন। কিন্তু আজও বাসায় ফেরেননি। দয়াকরে যদি একটু খোঁজ করতেন তার।
পুলিশ: আপনি এত অস্থির হচ্ছেন কেন? আলু বাদে অন্য কিছু রান্না করলেই তো হয়!