আজকের জোকস : ৪ এপ্রিল, ২০২২
রাতের খাবার
স্বামী-স্ত্রীর ঝগড়ার পর স্বামী বাসা থেকে চলে গেছেন। তাদের মধ্যে মুঠোফোনে কথা হচ্ছে
স্বামী: আজ রাতের খাবার কী?
স্ত্রী: বিষ আছে বিষ!
স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।
****
বাড়িতে বস কে?
গৃহপরিচারিকার কাছে পল্টু আর সুমিকে রেখে বেড়াতে গেছেন ওদের বাবা-মা। গৃহপরিচারিকাকে বাবার চেয়ারে বসতে দেখে চেঁচিয়ে উঠলো—
সুমি: তুমি আমার বাবার চেয়ারে বসলে কেন?
গৃহপরিচারিকা: বাবা তো এখন বাসায় নেই। তা ছাড়া এখানে আমিই সবচেয়ে বড়, সুতরাং আমিই তোমাদের বস।
পল্টু: তাহলে তুমি মায়ের চেয়ারে বসো।
***
ছ্যাঁকা খাওয়া প্রেমিক
ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিয়ে বন্ধু বললো—
১ম বন্ধু: আরে দূর, মলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে?
২য় বন্ধু: সম্ভব না রে বন্ধু।
১ম বন্ধু: তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।
২য় বন্ধু: ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।
****
দাগ থেকে দারুণ কিছু
বাবা ও মেয়ের মধ্যে কথা হচ্ছে—
বাবা: তুই পালিয়ে বিয়ে করে আমার বংশে দাগ লাগিয়ে দিলি!
মেয়ে: দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তবে তো দাগই ভালো!