আজকের জোকস : ৫ এপ্রিল, ২০২২
বিশ বছর ধরে রাস্তাটা এখানেই আছে
১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
১ম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!
২য় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।
***
মাখনের বদলে স্যাভলন ক্রিম
বিয়ের পরদিন সকালের নাশতায় রুটিতে কামড় দিয়ে স্বামী বললেন—
স্বামী:একি! রুটিতে এটা কী লাগিয়েছ?
নতুন বউ: রুটি পুড়ে গেছিল তো, তাই মাখনের বদলে স্যাভলন ক্রিম মাখিয়ে দিলাম। ভালো হয়নি খেতে?
****
অপারেশন শুনেই পালিয়েছে ঝন্টু
পিন্টু: হাসপাতাল থেকে অপারেশন না করেই পালালি কেন?
ঝন্টু: দোস্ত, না পালিয়ে উপায় ছিল না!
পিন্টু: তাই বলে এক্কেবারে অপারেশন টেবিল থেকে! কেন কাপুরুষতা করলি?
ঝন্টু: নার্স শুধু বারবার বলছিল, ছোট অপারেশন, ভয়ে কাঁপবেন না,স্যার! খোদার ওপর ভরসা রাখেন! ভয় পাওয়ার কিছুই নেই।
পিন্টু: ভীতুর ডিম কোথাকার! মাথামোটা নার্স তোরে এইসব বললো আর এতেই পালিয়ে এলি?
ঝন্টু: আরে আমাকে না, এসব বলছিল ডাক্তারকে।