আজকের জোকস : ১২ এপ্রিল, ২০২২
এটাই আমার দুর্ভাগ্য
জুনায়েদ তার প্রেমিকাকে বলছে-
জুনায়েদ : আমি যদি শিল্পী হতাম, তুমি হতে আমার ছবি। আমি যদি কবি হতাম, তুমি হতে আমার ছন্দ। আমি যদি গায়ক হতাম, তুমি হতে আমার গান।
প্রেমিকা : কিন্তু তুমি তো কার্টুনিস্ট।
জুনায়েদ : এটাই আমার দুর্ভাগ্য!
****
পুরস্কার পাওয়ার পর
প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছে শাকিলা। পুরস্কার হাতে পাওয়ার পর তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করল-
শাকিলা : প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস এবং কপি-পেস্ট কে…।
****
তোমারেও কথা দিলাম
এক নেতা ভোট চাইতে ভোটারের কাছে গেছেন-
নেতা : চাচা, কথা দেন, ভোটটা আমারেই দিবেন।
ভোটার : কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।
নেতা : তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়।
ভোটার : তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।