আজকের জোকস : ১৭ এপ্রিল, ২০২২
একদিন বাসে কোথাও যাচ্ছিলো বল্টু। একটু পর তার পাশের সিটে বসলেন এক অপরূপা তরুণী। বল্টু তাকে বললো—
বল্টু: জানতে ইচ্ছে করছে, আপনি কোন স্টপে নামবেন?
বিজ্ঞাপন
কথার উত্তর দিলেন না তরুণী। তাই আবার বললো—
বল্টু: আপনার নামটা জানতে পারি? নাকি এটা সিক্রেট?
তরুণী এবারও নীরব। বল্টু আবার বললো—
বল্টু: আমার কাছে দুটি সিনেমার টিকিট আছে।
বিজ্ঞাপন
এবার তরুণী মুখ খুললো। আর বললো—
তরুণী: কোন সিনেমার?
বল্টু নেমে গেলো পরের স্টপেই। তার অহংকারী মেয়ে পছন্দ। এই মেয়ে যাকে সামনে পায়, তার সঙ্গেই কথা বলে।
***
বিজ্ঞাপন
গাধার ট্র্যাকস্যুট
লাল্টুকে একটি গাধা হঠাৎ করে একটা লাথি দিয়ে ছুটে পালাল। লাল্টুও সঙ্গে সঙ্গে গাধাটাকে ধরতে পেছন পেছন ছুটল! একটু দূরে গিয়েই একটা জেব্রাকে দেখতে পেয়ে সেটাকে ধরে ফেলল।
এবার ওই জেব্রাকে বেদম মার দিতে দিতে বলল, ‘শালা! ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি? আমাকে কি তোর মতো গাধা পাইছোস।
***
বসকে হাত করার উপায়
বাড়ির দুই ড্রাইভার আড্ডা দিচ্ছে—
১ম জন: কি রে, শুনলাম তোর নাকি চাকরি যায় যায় অবস্থা! আজকেও দেখি গাড়ি নিয়ে বের হয়েছিস! বসরে ক্যামনে হাত করলি?
২য় জন: হে হে, ঘটনা আছে! চাকরি যাওনের কথা শুইনাই ইচ্ছা কইরা দামি গাড়িটার একটা হেডলাইট দিছিলাম ভাইঙ্গা!
১ম জন: তারপর?
২য় জন: তারপর আর কী! বস কইল আগামী ছয় মাসে হেডলাইট ভাঙা বাবদ যত খরচ পড়ে তত টাকা আমার বেতন থেইকা কাইটা রাখব। এবার ছয় মাসের জন্য তো চাকরিটা একদম পাক্কা!