আজকের জোকস : ১৪ মে, ২০২৪
যদি টের পেয়ে যায়
স্বামী: মেহমানকে খাবার দিলে, কিন্তু চামচ দিলে না কেন?
স্ত্রী: ভয় লেগেছিল।
স্বামী: কিসের ভয়?
স্ত্রী: না মানে, চামচগুলো আমি ওদের বাসা থেকেই এনেছিলাম। দিলে যদি টের পেয়ে যায়।
***
গুরুর উপদেশ: জড়িয়ে ধর
গুরুদেবের কাছে এক শিষ্য এসেছে। শিষ্য তার মনের দুঃখ বলছে গুগুর কাছে—
শিষ্য: গুরুদেব, মনে বড় অশান্তি। আমি যখন বাড়িতে থাকি না, তখন কে যেন এসে আমার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ভাবে সময় কাটায়। তাকে না ধরা পর্যন্ত শান্তি নাই। আমি তাকে ধরতে চাই।
গুরুদেব: ধরিয়ে দেওয়াই তো আমার কাজ। দেব ধরিয়ে। দে আগে হাজার টাকা প্রণামী দে।
হাজার টাকা দিতেই গুরুদেব সে টাকা ট্যাকে গুজে বলল, নে এবার তাহলে আমায় জড়িয়ে ধর।
****
গালে ফুটো
দাড়ি কামানো শেষে জলিল নাপিতকে বললেন—
জলিল: আমাকে এক গ্লাস পানি দিন তো।
নাপিত: খুব পিপাসা পেয়েছে বুঝি?
জলিল: না। মুখে পানি নিয়ে দেখব, গালে কোথাও ফুটো হয়ে গেল কি না!