আজকের জোকস : ১৮মে, ২০২২
বিয়ের জন্য ব্যাংক ঋণ
শামছু মিয়া ব্যাংকে গেছেন ঋণের জন্য। তিনি এক ব্যাংক কর্মকর্তাকে বলছেন—
শামছু মিয়া: আমি ১০ লাখ টাকা ঋণ নিতে চাই।
কর্মকর্তা: কী উদ্দেশ্যে ঋণ নেবেন?
শামছু: এই টাকা দিয়ে আমি গাড়ি কিনব।
কর্মকর্তা: ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাংক আপনার গাড়ি নিয়ে নেবে।
শামছু: ইশ্! আগে বলবেন না? তাহলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!
****
পাহারাদার
নাইটগার্ড রাতের বেলায় তার ডিউটি করছিল। এমন সময় তিনি খেয়াল করেন এক লোক এই এত রাতে পার্কের মধ্যে ঘোরাঘুরি করছে। তিনি ভাবলেন হয়তো চোর হবে। তাই এগিয়ে গেলেন—
নাইটগার্ড: এতো রাতে পার্কে ঘুরছেন কেন কৈফিয়ত দিন?
ব্যক্তি: তাই যদি দেবার থাকতো, তাহলে কি আর আমি এতক্ষণ বাইরে থাকি। তাহলে তো কখন আমি বাড়িতে আমার স্ত্রীর কাছেই চলে যেতে পারতুম।
****
শালি যখন বিশ্বসুন্দরী
ছোট বোন: আচ্ছা আপু আমি কি খুব সুন্দরী?
বড় বোন: কেন?
ছোট বোন: সাজলে নাকি আমাকে খুব সুইট লাগে।
বড় বোন: এই মিথ্যা কথা তোকে কে বলেছে?
ছোট বোন: দুলাভাই তো বলল আমি নাকি তার চোখে বিশ্বসুন্দরী।