আজকের জোকস : ১৯ মে, ২০২২
অনুমতির প্রয়োজন নেই
এক পথিক রাতে অজানা জায়গায় এসে পড়েছেন। তার ওপর বৃষ্টি ও ঝড় হচ্ছে খুব জোরে। ঘন অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এসময় কোথায় আশ্রয় না নিলেই নয়। সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগল। গৃহস্বামী উপর থেকে জানালা খুলে জিজ্ঞেস করলেন, ‘কে হে বাপু তুমি? এত রাতে কড়া নাড়ানাড়ি করছ কেন?’
পথিক: আমি বহুদূর থেকে এসেছি।
গৃহস্বামী: এখানে আপনার কী চাই?
পথিক: রাতটা এখানে থাকতে চাই।
গৃহস্বামী: তা থাকতে পারেন। তার জন্য আমাকে ডাকার কোনো দরকার ছিল না। ওটা সরকারি রাস্তা, যে কেউ ওখানে থাকতে পারে। এ আশ্রয়টুকুর জন্য অনুমতির প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্ত মনে থাকতে পারেন।
****
ইন্ডিকেটর কাজ করছে কিনা?
দুই বন্ধু গাড়ি করে যাচ্ছিলেন। হঠাৎ এক বন্ধুর মনে হলো, গাড়ির ইন্ডিকেটর বাতিটা কাজ করছে না। তিনি অপর বন্ধুকে বললেন, ‘দেখো তো, ইন্ডিকেটরটা কাজ করছে কিনা?’
অপর বন্ধু গাড়ি থেকে নামলেন। সামনে থেকে দেখে বললেন, ‘জ্বলেছে! না না, নিভে গেছে! আবার জ্বলেছে! যাহ নিভে গেল! জ্বলেছে! নিভে গেছে! আবার জ্বলল...’
***
দাদা তো বিশাল যোদ্ধা
জিকু: আমার দাদা তো বিশাল যোদ্ধা ছিলেন! ১৮৫৭ সালে করলেন কী, ২৭ জন শত্রুসেনার পা কেটেছিলেন তিনি।
বন্ধু: মাথা ছেড়ে পা কাটলেন কেন?
সর্দারজি: কারণ, মাথা যে আগেই কাটা ছিল!
****
পাঁচ তারকা হোটেলের খাবার
রমিজ ও তার বন্ধু গেছেন একটি পাঁচ তারকা হোটেলে। খাবার টেবিলে বসে নিজেদের সঙ্গে নিয়ে আসা দুটি স্যান্ডউইচ বের করে খেতে শুরু করলেন তারা।
তা দেখে ওয়েটার চেঁচিয়ে উঠলেন, ‘না না না, এখানে আপনারা নিজেদের কোনো খাবার খেতে পারেন না!’ রমিজ কিছুক্ষণ ভেবে বললেন, ‘তাহলে আমি আমার বন্ধুরটা খাই, আমারটা ও আমারটা। কী বলেন?’