আজকের জোকস : ২১ মে, ২০২২
স্বামীর জীবনের চাঁদ হবেন যেভাবে
স্বামী: তুমি কি আমার জীবনের চাঁদ হবে?
স্ত্রী: অবশ্যই।
স্বামী: তাহলে আমার থেকে প্রায় ১০০০০০০ কিমি দূরে থাকো।
****
কম কথার মানুষ তিনি
শিক্ষক: দুই ঘণ্টা ধরে কলেজের অধিনায়ক ভাইয়া তোমাদের কী বললেন?
ছাত্র: ভাইয়া যে কম কথার মানুষ, সেটাই বুঝিয়ে বললেন।
***
সিরাজ ভাইয়ের চেয়ার
জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন মকবুল। জাদুঘরের কর্মী ছুটে এলো—
জাদুঘরের কর্মী: আরে, করছেন কী করছেন কী!
মকবুল: ক্লান্ত লাগছে তাই বসেছি একটি
জাদুঘরের কর্মী: আরে ভাই এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার!
মকবুল: ভাই, একটু বসি। সিরাজ ভাই আইলেই উইঠা যাব।
****
গোলপোস্ট
বাড়ির সামনে প্রতিবেশী বাচ্চাগুলোকে খেলতে দেখে রহমান সাহেব বললেন—
রহমান সাহেব: বাচ্চারা, খেলছ ভালো কথা। কিন্তু আমার গাড়িতে যেন বল না লাগে।
এক বাচ্চা: অবশ্যই আঙ্কেল, আপনার গাড়িটাই তো আমাদের গোলপোস্ট। আমরা গোল হতে দিলে তো!