আজকের জোকস : ২২ মে, ২০২২
দাদা-দাদির বিয়ে হলো যেভাবে
দাদা আর দাদি তাদের ৬০ বছর বিবাহবার্ষিকীতে ইচ্ছা হলো, তারা তাদের প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করবেন।। তারা প্রথম প্রথম যেভাবে প্রেম করতেন সেভাবে ডেটিং এ যাওয়ার প্ল্যান করলেন। দাদা সেজেগুজে ফুল নিয়ে পার্কে গিয়ে অপেক্ষা করছিলেন যেখানে তারা আগে দেখা করতেন! সারাদিন অপেক্ষা করার পরও দাদি এলো না—
দাদা: রেগে মেগে বাড়িতে গিয়ে দেখলেন যে দাদিকে বললেন তুমি পার্কে এলে না কেন?
দাদী: লজ্জিত গলায় বললেন,আম্মা বের হতে দেয় নি!
***
বিদ্যুৎ ছাড়া টিভি দেখার উপায়
নতুন টিভি কিনে আনলেন একজন। হঠাৎ তার কিছু একটা মনে পড়তেই টিভি স্টেশনে ফোন করলেন—
গ্রাহক: আমি আপনার এইখান থিকা কাইল একটা টিভি কিনছি।
স্টেশন: কোনো সমস্যা? কীভাবে সাহায্য করতে পারি?
গ্রাহক: না কইছিলাম কি, বিদ্যুৎ না থাকলেও কি টিভি দেখা যাইব?
স্টেশন: কেন নয়! মোমবাতি জ্বালিয়ে দেখবেন।
****
যে কারণে অপারেশনের সময় রোগীদের অজ্ঞান করে নেন ডাক্তাররা
স্ত্রী: অপারেশনের আগে রোগীদের বেহুঁশ করে কেন ডাক্তাররা?
স্বামী: রোগীকে অজ্ঞান না করলে শুয়ে থেকে থেকে অপারেশনের সব কায়দা শিখে ফেলবে না!
স্ত্রী: তাতে কী হয়েছে?
স্বামী: এরপর ডাক্তারদের আর কে ডাকবে অপারেশন করার জন্য?
স্ত্রী: হ্যাঁ, তাই তো।