আজকের জোকস : ২৪ মে, ২০২২
ভোলার একটা গাধা আছে। তিনি ভাবলেন গাধাটা কাউকে দিয়ে দেবেন। তাই একটা পত্রিকায় বিজ্ঞাপন দিবেন।
কিন্তু কী লিখবেন? অনেক চিন্তা করার পর তিনি লিখলেন- ‘যার গাধা প্রয়োজন হবে সে যেন আমাকে স্মরণ করে।’
****
স্ত্রী : বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কী?
স্বামী : স্বামী গাধা হতে পারে। কিন্তু গাধাও এত বড় গাধা নয় যে সে স্বামী হবে!
****
পুলিশ : রাতে আপনার ঘরে চোর ঢুকে সবকিছু নিয়ে গেছে। কিন্তু টেলিভিশনটা নেয়নি কেন?
মহিলা : আমি তখন টিভিতে স্টার জলসা দেখছিলাম, তাই ওটা নিতে দেইনি।
***
ছাদ থেকে দৌড়ে এসে পল্টু তার মাকে-
পল্টু : মা তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন?
মা : কোথায় মিথ্যা বললাম!
পল্টু : তুমি তো বললে আমার ছোট বোনটা নাকি পরি?
মা : হ্যা তোর ছোট বোন তো পরি!
পল্টু : তাহলে আমি যখন ওকে ছাদ থেকে নিচে ফেলে দিলাম, তখন তো ও উড়ল না!
****
রোগী : বাসার পাশের রাস্তায় কুকুরগুলো রোজ রাতে নিয়ম করে হল্লা করে। কিছুতেই ঘুমাতে পারি না।
ডাক্তার : এই ঘুমের বড়িটা নতুন এসেছে। খুব ভালো কাজ দেয়।
রোগী ওষুধ নিয়ে চলে গেল। কিন্তু এক সপ্তাহ বাদে ফিরে এসে-
রোগী : এখনো আমার ঘুমের সমস্যা হচ্ছে।
ডাক্তার : কিন্তু ওষুধটা তো বেশ ভালো। অনেকেরই কাজ হয়েছে।
রোগী : তাতে কি, সারারাত কুকুরগুলোকে ধাওয়া করে একটাও ধরতে পারিনি। ওষুধ খাওয়াবো কি করে?