আজকের জোকস : ২৬ মে, ২০২২
আমি ভাবছিলাম তোমার পকেটে টাকা নেই!
প্রেমিক-প্রেমিকা এক রেস্তোরাঁয় ডেটিং-এ গেছে। প্রেমিক তার প্রেমিকাকে বলছে—
প্রেমিক: তোমাকে কিছু বলার ছিল।
প্রেমিকা: কি বলবা তাড়াতাড়ি বল ?
প্রেমিক: আমার না আরেকটা গার্লফ্রেন্ড আছে।
প্রেমিকা: ওহ এই কথা! আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি মনে করেছিলাম তোমার পকেটে টাকা নেই!
****
স্ত্রীর স্মৃতিশক্তি যখন খারাপ হয়
দুই বন্ধু অনেকদিন পর দেখা। গল্প করছে দুইজনে—
১ম বন্ধু: কি খবর তোর? সংসার কেমন যাচ্ছে?
২য় বন্ধু: খুবই খারাপ দোস্ত। আমার স্ত্রীর স্মৃতিশক্তি খুবই খারাপ।
১ম বন্ধু: সব ভুলে যায়?
১ম বন্ধু: আরে নাহ, সব মনে রাখে।
****
বিপদে পড়লে পুলিশের সাহায্য নিতে
ছেলে: আঙ্কেল, আপনি কি পুলিশ?
পুলিশ: হ্যাঁ, কেন কি হয়েছে?
ছেলে: বাবা বলেছে বিপদে পড়লে পুলিশের সাহায্য নিতে।
পুলিশ: কি সমস্যা তোমার বলো আমাকে।
ছেলে: জুতার ফিতা খুলে গেছে।
পুলিশ: কী!