আজকের জোকস : ২৮ মে, ২০২২
কাফনের খরচ দেবে মেয়ের বাবা
প্রেমিকা: বাবাকে বলোনি, আমাকে না পেলে তুমি বাঁচবে না।
প্রেমিক: বলেছিলাম।
প্রেমিকা: কী বলেছেন বাবা?
প্রেমিক: বলেছেন, ‘চিন্তা করো না, কাফনের খরচ দিয়ে দেব’।
****
একদিন প্রেমিক বলছে তার প্রেমিকাকে-
প্রেমিক: আমি যদি শিল্পী হতাম, তুমি হতে আমার ছবি। আমি যদি কবি হতাম, তুমি হতে আমার ছন্দ। আমি যদি গায়ক হতাম, তুমি হতে আমার গান। কিন্তু তোমার দুর্ভাগ্য...
প্রেমিকা: কী দুর্ভাগ্য?
প্রেমিক: আমি একজন কার্টুনিস্ট!
***
ছাগলকে স্কুলে ভর্তি করাবেন কীভাবে?
একবার এক বোকা লোক একটা ছাগল নিয়ে যাচ্ছিলেন। আরেক বোকা তা দেখে বললেন-
১ম বোকা: কিরে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস?
২য় বোকা: স্কুলে ভর্তি করাতে নিয়ে যাই।
১ম বোকা: আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো শুক্রবার!
****
আরশোলা মারতে বাড়িতে আগুন
কফিল উদ্দিন একবার তার বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। গ্রামের সবাই দৌড়ে গেলেন। জানতে চাইলেন-
প্রতিবেশী: সর্বনাশ! কী হলো চাচা? বাড়িতে আগুন দিয়েছেন কেন?
কফিল উদ্দিন: বাড়ি পুড়লে পুড়ুক, আরশোলাগুলা তো মরবে।