আজকের জোকস : ৩১ মে, ২০২২
পোস্ট অফিস তো খোলা
ছোট্ট এক বাচ্চা স্কুলে যাচ্ছে। পথিমধ্যে এক পরিচিত বয়স্ক লোকের সঙ্গে তার দেখা। তিনি রসিকতা করে ছেলেটিকে বললেন, ‘বাবু তোমার পোস্ট অফিস তো খোলা।’
ছেলেটিও কম যায় না। ঝটপট উত্তর দিল, ‘সেকি আঙ্কেল! আপনি তো দেখি ব্যাক ডেটেড। এই ইন্টারনেটের যুগেও আপনি পোস্ট অফিসের দিকে তাকিয়ে আছেন!’
****
বাড়িটা কি রেল স্টেশন
ইদানিং ছেলেটা খুব বিরক্ত করছে মেয়েটিকে। স্কুলে যাবার পথে, বাড়ি থেকে বের হলেই পিছু নিত মেয়েটির। একদিন ছেলেটি হুট করে মেয়েটির বাড়িতে হাজির।
তাকে দেখেই মেয়েটি বিরক্ত হয়ে বলল, ‘আমার বাড়িটা কি রেল স্টেশন? যখন তখন ঢুকে পড়বেন আপনি?’
ছেলেটা পরিস্থিতি ঠান্ডা করতে বলল, ‘টিকেট কেটে আসতে হবে?’
মেয়েটির ঝটপট উত্তর, ‘যান কাউন্টারে বাবা বসে আছেন?’
***
পাশের বাড়ি আগুন
ফায়ার সার্ভিস অফিসে একটা ফোন এল-
গ্রাহক : হ্যাঁলো, এটা কি ফায়ার সার্ভিস অফিস?
অফিস : হ্যাঁ, বলুন।
গ্রাহক : দেখুন, মাত্র কিছুদিন হলো আমি আমার ফুলের বাগান করেছি। ছোট্ট সুন্দর বাগান, নানা জাতের ফুল ফুটেছে...
অফিস : আগুন লেগেছে কোথায়?
গ্রাহক : গোলাপের চারাগুলো খুব দামি, অর্ডার দিয়ে বিদেশ থেকে আনিয়েছি...
অফিস : কোথায় আগুন লেগেছে তা-ই বলুন, শিগগির।
গ্রাহক : তাই তো বলছি। আগুন লেগেছে আমার পাশের বাড়ি। আপনারা তো এক্ষুণি আসবেন। তাই আগে থেকেই অনুরোধ করছি, আগুন নেভানোর ফাঁকে একটু পানি ছিটিয়ে দিয়েন। অনেক দিন পানি দেওয়া যাচ্ছে না।