আজকের জোকস : ২ জুন, ২০২২
গোলপোস্ট
বাড়ির সামনে প্রতিবেশী বাচ্চাগুলোকে খেলতে দেখে রহমান সাহেব বললেন—
রহমান সাহেব: বাচ্চারা, খেলছ ভালো কথা। কিন্তু আমার গাড়িতে যেন বল না লাগে।
এক বাচ্চা: অবশ্যই আঙ্কেল, আপনার গাড়িটাই তো আমাদের গোলপোস্ট। আমরা গোল হতে দিলে তো!
****
পকেট গরম
কোর্টে উকিল আসামিকে জেরা করছে—
উকিল: আপনি পুলিশের পকেটে জ্বলন্ত সিগারেট রাখছেন কেন?
আসামি: আমি একটা জিডি করতে পুলিশের কাছে গেছিলাম। কাজ করার আগেই পুলিশ তার পকেট গরম করতে বলেছে। তাই সিগারেটটা তার পকেটে চালান করে দিলাম।
****
প্রমাণ হলো যে তার ব্রেইন আছে
ডাক্তার: অনেক দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে।
মদনা: ওহ, ইয়েস!
ডাক্তার: আমি যা বলেছি আপনি বুঝেছেন তো। আপনার ব্রেইন ক্যান্সার হয়েছে।
মদনা: সে জন্যইতো খুশিতে লাফাচ্ছি। এতদিনে প্রমাণ হলো যে আমার ব্রেইন আছে।