আজকের জোকস : ৬ জুন, ২০২২
মহিলা সিট
বাস কন্ডাক্টর: লেডিস সিটে বসেছো কেন আঙ্কেল? তোমরা তরুণরা যদি এমন করো!
মন্টু: মামা তুমি ফেসবুকে লিজা নামের এক মেয়ের সঙ্গে রসালো চ্যাট করো না?
বাস কন্টাক্টর: কি কইতে চাও?
মন্টু: বলতে চাই মামা আমিই লিজা।
বাস কন্টাক্টর: হ্যাঁ!
মন্টু: তোমরা মুরুব্বিরা যদি এই বয়সে এমন করো, তাহলে কীভাবে হবে?
****
ফিরে আসার ভাড়াটা দাও
নবদম্পতির মাঝে ঝগড়া হয়েছে—
স্ত্রী: আমি বাপের বাড়ি চলে যাচ্ছি।
স্বামী: এই নাও ভাড়া।
স্ত্রী: কত দিচ্ছ? এতে তো ফেরার ভাড়া হবে না।
স্বামী: ফিরতে কে বলেছে?
****
এক মেয়েকে প্রপোজ করার পর
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। এক বন্ধু কয়েকদিন আগে এক মেয়েকে প্রপোজ করতে গিয়েছিল। তারপর—
প্রথম বন্ধু: দোস্ত, আমার মনে হয় ওই মেয়ে কানে শোনে না।
দ্বিতীয় বন্ধু: কী করে বুঝলি?
প্রথম বন্ধু: আমি তাকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। আর উত্তরে সে বলে কি না তার জুতাজোড়া নতুন আর খুব শক্ত।