আজকের জোকস : ৭ জুন, ২০২২
ছেলের সঙ্গে বিয়ে!
বন্ধু: আচ্ছা, তোমার বিয়ে হয়েছে?
জিকু: হুম, হয়েছে তো একটি মেয়ের সঙ্গে।
বন্ধু: এভাবে বললে কেন? ছেলেদের সঙ্গেও আবার কারও বিয়ে হয় না কি?
জিকু: ধুর বোকা, তুমি দেখছি কিছুই জানো না। আমার বোনের তো একটি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে।
****
ছেলেই এ কাজ করেছে
রমিজ: আজ একজন আমার বাবাকে গালি দিয়েছে।
বন্ধু: তা তুই কী করলি?
রমিজ: আমি আবার কী করব! আমিও তার বাবাকে ঝেড়ে দিলাম এক গালি।
বন্ধু: কিন্তু কার এত বড় সাহস যে তোর বাবাকে গালি দেয়?
রমিজ: আবার কে হবে! আমার ছেলেই এ কাজ করেছে।
****
কান্নাকাটি করার চেষ্টা
শান্তা: কিরে, মন খারাপ করে বসে আছিস কেন?
জিকু: জানিস, আমার স্ত্রী গতকাল মারা গেছে।
শান্তা: বলিস কী রে!
জিকু: এ জন্য অনেক কান্নাকাটি করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই চোখে জল আসছে না। কী করি বল তো?
শান্তা: আরে, এটা কোনো ব্যাপার হলো! তুই মনে মনে কল্পনা কর যে, সে আবারও ফিরে এসেছে। তাহলেই তো হয়।
****
দোকান খোলার আগেই ভেতরে
বিচারক: তোমাদের কেন গ্রেপ্তার করা হয়েছে জানো?
জিতু: সকাল সকাল দোকানে বাজার করার জন্য।
বিচারক: হুম, তাহলে তো তোমাদের কোনো অপরাধ হয়নি। যা-ই হোক, তোমরা কত সকালে দোকানে গিয়েছিলে?
জিতু: একটু বেশি সকালেই গিয়েছিলাম। দোকান খোলার আগেই দোকানের ভেতরে গিয়েছিলাম।