আজকের জোকস : ৯ জুন, ২০২২
এক লোকের দাঁত পোকায় খেয়ে ফেলছে! সে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললো—
ডাক্তার: আজ থেকে চার দিন সকাল-সন্ধ্যা দুধ ও বিস্কুট খাবেন। ৫ম দিন শুধু দুধ খাবেন। তাহলে পোকা অবশ্যই বের হয়ে যাবে শতভাগ গ্যারান্টি!
তারপর লোকটি চার দিন সকাল-সন্ধ্যা দুধ ও বিস্কুট খেল। ৫ম দিন শুধু দুধ খেল। এরপরই দাঁত থেকে পোকা বের হয়ে বললো—
পোকা: আজকে কি বিস্কুট নাই?
***
দৌড় প্রতিযোগিতা
পাপ্পুর হাতে আইফোন দেখে তার বান্ধবী বললো—
বান্ধবী: কী সুন্দর মোবাইল! কত দিয়ে কিনলে?
পাপ্পু: দৌড় প্রতিযোগিতায় জিতেছি।
বান্ধবী: ওয়াও! কতজন দৌড়েছিল?
পাপ্পু: তিনজন পুলিশ, এক মোবাইল ফোন ব্যবসায়ী আর আমি।
****
সব দোষ ধোপার
স্বামী: লণ্ড্রীতে কাচার পর নতুন কেনা পাঞ্জাবীটা কেমন ছোট হয়ে গেছে দেখছ? কিছুতেই মাথা গলাতে পারছি না।
স্ত্রী: কই দেখি? ওমা জামা তো ঠিকই আছে, তুমি আসলে হাতার মধ্যে দিয়ে মাথা গলাবার চেষ্টা করছ।
****
ঝলসানো মুরগি
ক্লাসে বেশ কিছু জাতের মুরগির ছবি দেখিয়ে শিক্ষক বললেন—
শিক্ষক: পল্টু, তোমার কোন ধরনের মুরগি পছন্দ?
পল্টু: ঝলসানো মুরগি স্যার!