আজকের জোকস : ১২ জুন, ২০২২
স্ত্রী খুশিতে গদগদ
এক লোক তার স্ত্রীকে এসএমএস করল-
স্বামী : আমার আসতে দেরি হবে, আমার ময়লা কাপড়গুলো ধুয়ে রেখো আর আমার পছন্দের খাবার রান্না করে রেখো।
স্ত্রী কোনো উত্তর করলো না এসএমএসের। কিছুক্ষণ পর আবার একটা এসএমএস করল-
স্বামী : আমার বেতন বেড়েছে, দিগুণ হয়েছে। তোমাকে এই মাসের শেষে একটা নতুন গাড়ি কিনে দেব।
এবার স্ত্রী খুশিতে গদগদ হয়ে উত্তর করল-
স্ত্রী : ও মা! সত্যি?
স্বামী : না, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুমি আমার প্রথম এসএমএসটা পেয়েছ কিনা?
****
কাঁটা গলায় আটকে গেছে
হাবু : গলায় কাঁটা বিঁধছে।
ডাবু : ক্যামনে?
হাবু : ইলিশ আর পান্তা একলগে গিলছিলাম। তয় পান্তা পেটে চলে গেছে। মাগার কাঁটা গলায় আটকে গেছে।
ডাবু : দাঁড়া ফেসবুকে পোস্ট করে দিতাছি।
হাবু : আগে ক অহন কি করব?
ডাবু : একটা বিলাই খাইয়া ফ্যাল ও সব কাঁটা খেয়ে ফেলবে।
****
আমাগো লাহান ফকিন্নি
সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক ‘রমনা বটমূলের পান্তা চত্বরে’ চলে যায়! গিয়ে দেখে সবাই গণহারে পান্তা ভাত খাচ্ছে!
ভিক্ষুক : সাহেব! আপনারা সবাই পান্তা খাইতাছেন কেন?
ভদ্রলোক : বুঝলে, আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস-ঐতিহ্য ভুলে যাইনি! তাই...
ভিক্ষুক : ওহ! বুঝছি! বুঝছি! সাব, আপনেগো বাপ-দাদারা আমাগো লাহান ফকিন্নির পুত আছিলো!