আজকের জোকস : ২০ জুলাই, ২০২২
থাপ্পড় দিতে আসার সময়
মিজান : আম্মু এক গ্লাস পানি দাও তো।
মা : এখানে এসে নিয়ে যা।
মিজান : না না, আম্মু দাও না।
মা : একটা থাপ্পড় দিবো।
মিজান : আম্মু, থাপ্পড় দিতে আসার সময় এক গ্লাস পানি নিয়ে এসো!
****
ক্রিকেট খেলায় গোল
আলাল আর দুলাল ক্রিকেট খেলা দেখছে। যখনই তামিম একটা চার মারলো তখন-
আলাল : ওরে কি গোল মারছে রে।
দুলাল : আরে বেকুব, গোল এখানে না, গোল হয় ক্রিকেট খেলার মধ্যে।
****
সত্যি সত্যিই অন্ধ
বাসস্টেশনে একজন ভদ্রমহিলার সামনে এক ভিক্ষুক এসে বলল-
ভিক্ষুক : মা, আপনি তো বেশ সুন্দর। পাঁচটা টাকা দেন না মা।
এ কথা শুনে ভদ্রমহিলার স্বামী তাঁর স্ত্রীকে বললেন-
স্বামী : পাঁচ টাকা দিয়ে দাও। তোমাকে সুন্দর বলেছে। ভিক্ষুকটাকে সত্যি সত্যিই অন্ধ মনে হচ্ছে।