আজকের জোকস: ২১ জুলাই, ২০২২
প্রেমিকের হৃদয় ভাঙার প্রতিশোধ
পিন্টু তার বন্ধু সেন্টুকে একদিন বলছে—
পিন্টু: জানিস, লিপি আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে।
সেন্টু: কেন?
পিন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি।
****
বিলের গভীরতা এক ফুট
একদিন লালু বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল—
লোক: ভাই, এই বিলের গভীরতা কেমন হবে, বলতে পারেন?
লালু: হবে হয়তো এক ফুটের কাছাকাছি!
লোক: আপনি এত নিশ্চিত হলেন কী করে যে, এই বিলের গভীরতা মাত্র এক ফুট? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন? লালু: না, আমি কখনো এ বিলে নামিনি। তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি। কিন্তু হাঁসটার শুধু পা দুটোই জলে ডুবে ছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসেরই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না!
***
স্বামীর জীবনের চাঁদ হবেন যেভাবে
স্বামী: তুমি কি আমার জীবনের চাঁদ হবে?
স্ত্রী: অবশ্যই।
স্বামী: তাহলে আমার থেকে প্রায় ১০০০০০০ কিমি দূরে থাকো।
****
কম কথার মানুষ তিনি
শিক্ষক: দুই ঘণ্টা ধরে কলেজের অধিনায়ক ভাইয়া তোমাদের কী বললেন?
ছাত্র: ভাইয়া যে কম কথার মানুষ, সেটাই বুঝিয়ে বললেন।