আজকের জোকস : ৭ জুলাই, ২০২২
কর্মচারীর ওপর রাগ ঝাড়া
রেগেমেগে অফিস থেকে বাড়ি ফিরলেন শফিক। শফিকের স্ত্রী বললেন—
স্ত্রী: কী হলো? আজ এত চটে আছো কেন?
শফিক: আর বলো না। প্রতিদিন অফিসে যে কর্মচারীর ওপর রাগ ঝাড়ি, সে আজ অফিসে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে!
****
পরপুরুষ
অল্প বয়সের এক ছেলেকে সিগারেট খেতে দেখে এক ভদ্রমহিলা ধমকে উঠলেন—
ভদ্রমহিলা: এই ছেলে, এই বয়সে সিগারেট খাচ্ছ? লজ্জা করে না তোমার!
ছেলে: আপনি যে পরপুরুষের সঙ্গে কথা বলছেন, আপনার লজ্জা করে না!
****
সূর্য পশ্চিম দিকে ওঠে না
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: বলো তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
ছাত্র: আম্মু বলেছেন, আমি যেদিন পাস করব; সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।