আজকের জোকস : ৬ জুলাই, ২০২২
খরগোশের পায়ে ব্যান্ডেজ
দুই খরগোশের দেখা। একটির এক পায়ে ব্যান্ডেজ বাঁধা। অন্যটি জিজ্ঞেস করল—
প্রথম খরগোশ: শিকারির কীর্তি?
দ্বিতীয় খরগোশ: হ্যাঁ।
প্রথম খরগোশ: গুলি করেছিল?
দ্বিতীয় খরগোশ: না, মাতাল অবস্থায় আমার পা মাড়িয়ে দিয়েছিল।
****
গোলাগুলি শেষে সৈনিকের কাণ্ড!
প্রচণ্ড গোলাগুলি শেষে এক যোদ্ধা ছুটে গেল সৈনিকদের ডাক্তারের কাছে—
ডাক্তার: কী সমস্যা তোমার?
সৈনিক: আপনি পরীক্ষা-নিরীক্ষা করে শুধু এটুকু বলুন, আমি কি আমি, না আমার আত্মা?
***
বড়শি দেখলেই ঝুলে পড়বে
একটি পুকুরে দুটি পুঁটি মাছের কথোপকথন—
প্রথম পুঁটি: এই বদ্ধ জায়গায় আর থাকতে ইচ্ছে করে না।
দ্বিতীয় পুঁটি: তাহলে কী করবি?
প্রথম পুঁটি: এই পুকুরের বাইরের জগৎটা দেখতে বড় সাধ হয়।
দ্বিতীয় পুঁটি: এখান থেকে বের হওয়ার একটা মাত্র উপায় আছে।
প্রথম পুঁটি: কী উপায়?
দ্বিতীয় পুঁটি: বড়শি দেখলেই ঝুলে পড়বে।
****
নেকড়ের কবলে ভেড়া
ভেড়ার ঘাড় কামড়ে আহত করে নেকড়ে বলল, ‘তোর ভাগ্য ভালো যে আমার হাতে পড়েছিস। একবার শুধু ভেবে দেখ, তোর কী অবস্থা হতো, যদি নেকড়ের পুরো দল তোকে ধরত!’