আজকের জোকস : ১২ জুলাই, ২০২২
সমাজে ভালো কিছু নাই
শিক্ষক : কাল তোমাদের গ্রুপ ফটো তোলা হবে, সবাই ৫০ টাকা করে নিয়ে আসবে।
পাপ্পু : (মনে মনে) একটা ফটো তুলতে ২০ টাকা লাগে। আর এরা নিচ্ছে ৫০ টাকা? মানে একজনের থেকে ৩০ টাকা বেশি। আমরা ৬০ জন মানে ১৮০০ টাকা বেশি। তারপর ওই টাকায় স্যারেরা মিষ্টি, সিঙ্গাড়া, কোল্ডড্রিংকস খাবে। আর আমাদের বেলায় কাঁচকলা। চল বল্টু, বাড়ি যাই। কাল মায়ের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে আসবো। সমাজে ভালো কিছু রইল না রে ভাই।
বাড়িতে গিয়ে-
পাপ্পু : মা, কাল স্কুলে ফটো তোলা হবে স্যার ১০০ টাকা নিয়ে যেতে বলেছে।
মা : ১০০ টাকা! বলিস কী? এরা তো দিনেদুপুরে ডাকাতি করছে। বাচ্চাগুলোর টাকা নিয়ে স্ফূর্তি করবে। কী দিনকাল এলো। দাঁড়া, তোর বাবার কাছ থেকে চেয়ে দিচ্ছি।
পাপ্পুর বাবার কাছে গিয়ে-
মা : কইগো শুনছো। পাপ্পুর স্কুলে ফটো তোলা হবে। স্যারেরা ২০০ টাকা চেয়েছে।
***
গলায় পানি আটকে গেছে
এক বিয়েতে খাবার না দিয়ে শুধু পানি দেয়া হচ্ছিলো সবাইকে। এক লোক বিরক্ত হয়ে বলল-
ভদ্রলোক : ভাইজান, গলায় পানি আটকে গেছে। একটু বিরিয়ানি মিলবে?
****
ফুলপ্যান্টটা পরে আসুন
দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে রুস্তম। বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় খেতে গেল সে। এদিকে রেস্তোরাঁর দারোয়ান তাদের প্রবেশপথে আটকে দিল। বলল-
দারোয়ান : দুঃখিত স্যার, আপনি হাফপ্যান্ট পরে এসেছেন। হাফপ্যান্ট পরে আমাদের রেস্তোরাঁয় প্রবেশ নিষেধ।
রুস্তম : ব্যাটা বোকা, কত বড় সাহস! আমাকে আটকে দিস! তুই জানিস আমি কে? আমি বিখ্যাত দৌড়বিদ রুস্তম।
দারোয়ান : তাহলে তো ভালোই হলো। এক দৌড়ে বাসা থেকে ফুলপ্যান্টটা পরে আসুন!
***
না খেয়ে মরে যাই
একদিন নন্দলাল ভাবল সে আত্মহত্যা করবে। তাই কিছু খাবার আর একটা পানির বোতল নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করার জন্য রেললাইনের ওপর বসে আছে।
এদিকে খাবার শেষ, কিন্তু ট্রেন আর আসে না। এমন সময় এক লোক এসে নন্দলালকে প্রশ্ন করল-
লোক : এত ব্যাগ নিয়ে এই রেললাইনের ওপর বসে করছেনটা কী, বলুন তো মশাই?
নন্দলাল : মশাই, দেখুন তো কতক্ষণ ধরে অপেক্ষা করছি। কিন্তু ট্রেন আসার কোনো নিশানা নেই! ট্রেনে মরার বদলে শেষে না