আজকের জোকস : ১৯ জুলাই, ২০২২
রাতের খাবার
স্বামী-স্ত্রীর ঝগড়ার পর স্বামী বাসা থেকে চলে গেছেন। তাদের মধ্যে মুঠোফোনে কথা হচ্ছে
স্বামী: আজ রাতের খাবার কী?
স্ত্রী: বিষ আছে বিষ!
স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।
****
বাড়িতে বস কে?
গৃহপরিচারিকার কাছে পল্টু আর সুমিকে রেখে বেড়াতে গেছেন ওদের বাবা-মা। গৃহপরিচারিকাকে বাবার চেয়ারে বসতে দেখে চেঁচিয়ে উঠলো—
সুমি: তুমি আমার বাবার চেয়ারে বসলে কেন?
গৃহপরিচারিকা: বাবা তো এখন বাসায় নেই। তা ছাড়া এখানে আমিই সবচেয়ে বড়, সুতরাং আমিই তোমাদের বস।
পল্টু: তাহলে তুমি মায়ের চেয়ারে বসো।
***
ইতিহাস স্যার
সজল তার মাকে বলছে
সজল: মা, আমার জন্মদিনে বন্ধুদের সঙ্গে আমাদের ইতিহাস স্যারকেও দাওয়াত করো।
মা: কেন?
সজল: ওনার আমার জন্মদিনটা জানা দরকার। আশা করি, এরপর অন্তত উনি আমার জন্মের আগে কী কী ঘটেছিল, এসব প্রশ্ন করবেন না।