আজকের জোকস : ২১ জুলাই, ২০২২
বুদ্ধি বাড়ানোর উপায়
ফেরিওয়ালা: ছুরি-চাকু ধারালো করবেন নাকি ছুরি-চাকু
লাল্টু: ভাই, আর কিছু ধারালো করা যায় না?
ফেরিওয়ালা: আর কী ধারালো করতে চান?
লাল্টু: আমার বুদ্ধিও কি ধারালো করা যায় না!
ফেরিওয়ালা: যাবে, তবে সেই বুদ্ধিটা তোমার আছে? সেই বুদ্ধি আগে নিয়ে আসো দেখি
******
স্ত্রীর কাছে স্বামীই পৃথিবী
স্বামী: আই লাভ ইউ!
স্ত্রী: আই লাভ ইউ ঠু! আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি যে, পুরা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারি তোমার জন্য!
স্বামী: কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়াই করতে ব্যস্ত।
স্ত্রী: কারণ, আমার কাছে তুমিই পুরো দুনিয়া!
****
ফাইভ স্টার হোটেলের আয়না
ফাইভ স্টার হোটেলের বলরুমে মডার্ন আর্ট এক্সিবিশন’ নামের শিল্পকর্ম প্রদর্শনীতে গেছে সেন্টু। একটি ফ্রেমের সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল।
সেন্টু: তাহলে এটাই আপনাদের মডার্ন আর্টের নমুনা? এ রকম মানুষ আছে নাকি? কোথা থেইকা আঁকেন এমন ছবি? শিল্পী: জ্বী না, জনাব। আপনি হোটেলের একটি চমৎকার আয়নার ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছেন এখন।