আজকের জোকস : ২৭ জুলাই, ২০২২
ভাগ্যিস সেকালে জন্ম হয়নি
এক ছাত্র তার বন্ধুকে চিৎকার করে ‘নিহা’ বলে ডাকছে—
শিক্ষক: এই নিরঞ্জন, তুমি নিহা বলে কাকে ডাকছ?
ছাত্র: আমার বন্ধুকে স্যার।
শিক্ষক: নিহা কোনো ছেলের নাম হতে পারে?
ছাত্র: না, মানে ওর আসল নাম নিরঞ্জন হালদার স্যার! আমরা সংক্ষেপে নিহা বলে ডাকি।
শিক্ষক: ভাগ্যিস তোদের কালে আমার জন্ম হয়নি। আমার নাম তো শান্তনু লাহিড়ী। তোরা তো তবে ‘শালা’ বলে ডাকতি।
****
পানির সমস্যা নেই
এক ভাড়াটিয়া নতুন বাসা খুঁজেতে গিয়ে বাড়ির মালিককে বললেন—
ভাড়াটিয়া: এই বাড়ির পানির ব্যবস্থা কেমন?
মালিক: কল দিয়ে পানি না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে।
*****
গাল না কেটে সেভ করার উপায়
অসিমের সেভ করা দরকার। তাই সে তার পাড়ার নাপিতের কাছে গেল। নাপিত কেবল অসিমের গালে ফোম লাগিয়েছে এমন সময় অসিম বললো—
অসিম: আমার গালটা একটু ভাঙা, তাই মসৃণ সেভ হয় না, দয়া করে খুব সাবধানে সেভ করবেন।
নাপিত তখন একটা কাঠের ছোট গোল বল অসিমের গালের ভেতরে ঢুকিয়ে দিলো। তারপর সেভ করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই অসিম বুঝতে পারল, আসলেই খুব ভালো ও মসৃণ সেভ হচ্ছে। গালের ভেতর বলটি নিয়ে জড়ানো গলায় অসিম বললো—
অসিম: খুব ভালো। কিন্তু এখন যদি আমি বলটি গিলে ফেলি, তাহলে কী হবে?
নাপিত: ওইটা কোনো ব্যাপার না, সবাই যেমন পরের দিন ফেরত দিয়া যায়, আপনেও কাইলকা আইসা ফেরত দিয়া যাইয়েন।
****
দুধের সঙ্গে বিড়ালের মিল
একদিন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন—
শিক্ষক: আচ্ছা, বলতে পারো দুধের সঙ্গে বিড়ালের কোথায় মিল আছে?
ছাত্র: স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন।
শিক্ষক: তাহলে বল।
ছাত্র: স্যার, দুটো থেকেই ‘ছানা’ পাওয়া যায়।