আজকের জোকস : ২৮ জুলাই, ২০২২
বয়ফ্রেন্ড ভদ্র মানুষ না
একদিন এক চিকিৎসকের চেম্বারে এক মেয়ে গেল-
মেয়ে : বাহিরে আমার বয়ফ্রেন্ড আছে। ওরে ভিতরে নিয়ে আসেন।
ডাক্তার : আপনি ভয় পাবেন না। আমি খুব ভদ্র মানুষ।
মেয়ে : না ডাক্তার সাহেব, আপনি বোঝেন নাই। বাহিরে আপনার নার্স আছে। আর আমার বয়ফ্রেন্ড ভদ্র মানুষ না।
****
বিছানা ভিজে গেছে
দুই পিচ্চির মধ্যে কথা হচ্ছে-
১ম পিচ্চি : জানিস, কাল রাতে স্বপ্নে দেখি আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি। পরে এক বাসায় আগুন নিভাইতাছি!
২য় পিচ্চি : দারুণ তো! তারপর কী হল দোস্ত?
১ম পিচ্চি : কী আর হবে? ঘুম থেকে উঠে দেখি কাজ শেষ!
২য় পিচ্চি : কেন রে, কী হইছিল?
১ম পিচ্চি : আর বলিস না, দেখি বিছানা ভিজে গেছে...
***
স্বামী বাসায় আসছে
বিয়ের পর শ্বশুরবাড়িতে নতুন বউকে শাশুড়ি বলছে-
শাশুড়ি : মা, আজ থেকে তুমি এ বাড়িরই একজন সদস্য। আমার মেয়ে তুমি, আমাকে তুমি মা ডাকবে।
বউ : আচ্ছা মা।
সারা দিনের কাজ শেষে স্বামী বাসায় আসছে। কলিংবেলের শব্দ পেয়ে-
শাশুড়ি : এই, কে এলো?
বউ : মা! মা! ভাইয়া আসছে।
****
ভালো করে মার
দুই ছাত্র মারামারি করছে-
শিক্ষক : এই, তোরা মারামারি করছিস কেন?
১ম ছাত্র : স্যার, ও আমার গার্লফ্রেন্ডকে কিস করেছে!
শিক্ষক : তোর গার্লফ্রেন্ডটা কে?
১ম ছাত্র : আপনার মেয়ে!
শিক্ষক : থামলি কেন? ভালো করে মার।