আজকের জোকস : ২ আগস্ট, ২০২২
ব্যথা লাগে না
শিক্ষক : ভাষা কাকে বলে?
ছাত্র : মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে।
শিক্ষক : যেমন-
ছাত্র : প্রতিদিন আমাদের মারিস কেন? ব্যথা লাগে না?
শিক্ষক : কি?
****
মেয়ের সঙ্গে কোলাকুলি
ছেলে : মা মা, আজকে কি ঈদ?
মা : না তো, কেন কী হইছে?
ছেলে : না মানে, ভাইয়াকে দেখলাম পাশের বাড়ির আপুর সঙ্গে কোলাকুলি করছে।
মা : কি বললি!
***
ট্যাকা না দিয়া কই যান
এক মেয়ে দোকানে গেছে কিছু কিনতে-
দোকানদার : আপা, কী নিবেন?
মেয়ে : কোল্ড ড্রিংকস দেন ২ লিটার।
দোকানদার : নেন।
মেয়ে : থাক, ড্রিংকস নেব না। এটার বদলে জুস দেন।
দোকানদার : আচ্ছা নেন।
মেয়ে জুস নিয়ে দোকান থেকে বের হয়ে গেল। দোকানদার পিছন পিছন দৌড়ে বের হলো-
দোকানদার : আপা ট্যাকা না দিয়া কই যান?
মেয়ে : কিসের টাকা?
দোকানদার : জুস নিলেন যে?
মেয়ে : জুস তো কোল্ড ড্রিংকসের বদলে নিলাম!
দোকানদার : তাইলে কোল্ড ড্রিংকসের ট্যাকা?
মেয়ে : কোল্ড ড্রিংকস তো নেই নাই!
দোকানদার : তাইলে জুসের ট্যাকা?
মেয়ে : আরে, জুস তো কোল্ড ড্রিংকসের বদলে নিলাম। আজব তো!
দোকানদার : তাইলে কোল্ড ড্রিংকসের ট্যাকা?
মেয়ে : আরে ভাই, কোল্ড ড্রিংকস তো নেইই নাই!