আজকের জোকস : ১১ আগস্ট, ২০২২
দরজা খোলার সহজ উপায়
শান্ত: জিতু, ঘটনা কী? ঘরের পুরো দরজা নিয়ে যাচ্ছ কোথায়?
জিতু: আর বলিস না, দরজাটায় একটু সমস্যা হয়েছে। তাই তালাওয়ালার কাছে যাচ্ছি।
শান্ত: দরজায় সমস্যা হলে তো মানুষ কাঠমিস্ত্রির কাছে যায়। তুই বোকার মতো তালাওয়ালার কাছে যাচ্ছিস কেন, বুঝলাম না তো!
জিতু: আরে, দরজার চাবিটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। তালা খু
***
কঞ্জুস প্রতিবেশী
স্বামী: পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো?
স্ত্রী: ওরা আমাদের চিনি দেবে না।
স্বামী: ওরা তো খুব কঞ্জুস!
স্ত্রী: ওদের কিপ্টেমির কথা আর বলো না।
স্বামী: তাহলে আর কী করা; আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা বানিয়ে নিয়ে এসো।
****
স্বার্থপরের ইংরেজি কী?
ইংরেজি পরীক্ষা ছিল কোচিংয়ে! সুমনের যেতে রীতিমতো দেরি হলো! ফলে তাকে বসতে হলো মেয়েদের পেছনে! হঠাৎ তার সামনের মেয়েটি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল—
মেয়ে: এই, স্বার্থপরের ইংরেজি কী হবে?
সুমন: জানি, কিন্তু বলব না।
মেয়ে: তুমি একটা সেলফিস!