আজকের জোকস : ১৪ আগস্ট, ২০২২
নারকেল গাছে ঘাস পরিষ্কার
গোপাল গেছে এক বাড়িতে নারকেল চুরি করতে। তখন বাড়ির মালিক তাকে দেখে বললেন—
মালিক: এই গোপাল, তুই আমার নারিকেল গাছে কেন?
গোপাল: গরুর জন্য ঘাস কাটতে উঠেছি।
মালিক: তোর কি মাথা খারাপ, নারিকেল গাছে ঘাস পাবি কই?
গোপাল: ঘাস পাইনি, তাই তো নামছি।
পরদিন আবারও গোপাল গেল চুরি করতে। আবারও মালিক দেখে ফেলল—
মালিক: তুই আবার গাছে উঠেছিস কেন?
গোপাল: না, কাল ঘাস কাটার কাচিটা ফেলে গেছিলাম।
***
ভুত-ভবিষ্যৎ
এক বন্ধু তার অন্য বন্ধুকে বলছে—
১ম বন্ধু: কী রে, প্রকাশকের সঙ্গে এতক্ষণ কী ফিসফাস করলি?
২য় বন্ধু: এই তো, আমার নতুন বইটার ভুত-ভবিষ্যৎ নিয়ে একটু আলাপ-আলোচনা করলাম।
১ম বন্ধু: তা তিনি কী বললেন?
২য় বন্ধু: বললেন, আমার বইয়ের ভুত আছে তিনি নিশ্চিত, তবে ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান।
***
কাগজের ম্যাপে নদী খোঁজা
পড়া ফাঁকি দেওয়া ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক—
শিক্ষক: বল, মেঘনা নদী কোথায় প্রবাহিত?
ছাত্র: জমিনের ওপর প্রবাহিত, স্যার?
শিক্ষক: এই ম্যাপের মধ্যে এসে দেখা, মেঘনার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে?
ছাত্র: আপনার মানচিত্র তো কাগজের তৈরি। পানি লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নাই!