আজকের জোকস : ১৬ আগস্ট, ২০২২
আপনি জ্ঞানী লোক
একদিন শ্রেণিকক্ষে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন-
শিক্ষক: বল তো, এই আংটিটাতে মরিচা ধরবে কিনা?
ছাত্র: ধরবে না স্যার।
শিক্ষক: গুড, ভেরি গুড। আচ্ছা বল তো, কেন ধরবে না?
ছাত্র: স্যার, আপনি জ্ঞানী লোক। যদি পানিতে রাখলে মরিচা ধরতো, আপনি কখনই আপনার সোনার আংটি পানিতে রাখতেন না।
***
ক্যাটরিনার কাছেই যাইতাম
এক ছেলে এক মেয়েকে বলছে-
ছেলে: আই লাভ ইউ।
মেয়ে: ওই, আয়নায় নিজের চেহারা দেখছিস কখনো।
ছেলে: দেখছি বইলাই তো তোর মতো পেত্নীর কাছে আসছি। নইলে তো ক্যাটরিনার কাছেই যাইতাম।
***
মহিলার পায়ের নিচে ছবি
১ম বন্ধু: কিরে? তোর হাতে-পায়ে ব্যান্ডেজ ক্যান?
২য় বন্ধু: কোনো দোষ ছাড়াই পাবলিক গণপিটুনি দিছে!
১ম বন্ধু: ক্যান? কী করছিলি?
২য় বন্ধু: দোকান থেকে ছবি ওয়াশ করায়া হাতে নিয়া বাসায় ফিরতেছিলাম। হঠাৎ বাতাসে উইড়া গিয়া পড়লো এক মহিলার পায়ের নিচে।
১য় বন্ধু: তারপর?
২য় বন্ধু: আমি মহিলারে বললাম, শাড়িটা উঠান, ছবি উঠাবো!