আজকের জোকস : ১৮ আগস্ট, ২০২২
চোর খুশি মনে বাড়ি চলে গেল
গির্জায় এক চোর এসে ফাদারকে বলছে-
চোর : ফাদার, আমি একটি মুরগি চুরি করেছিলাম। সেটা নিয়ে আপনি আমাকে পাপমুক্ত করবেন?
ফাদার : না, এভাবে হয় না। তুমি যার মুরগি তাকে ফেরত দিয়ে আসো।
চোর : ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু মুরগির মালিক ফেরত নিতে চায় না।
ফাদার : সে ক্ষেত্রে তুমি পাপমুক্ত। কারণ তুমি মুরগির মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করেছিলে।
চোর খুশি মনে মুরগি নিয়ে বাড়ি চলে গেল। ওদিকে ফাদার বাড়ি ফিরে দেখেন তার মুরগিটি নেই।
***
গ্রামের এক বাড়িতে বিয়ে হচ্ছে। তিনটি কুকুর বাড়ির পাশে বসে ভাবছে, কিভাবে বিয়েটা খাওয়া যায়। একটি কুকুর বলল- ‘আমাদের একসঙ্গে যাওয়া যাবে না, একে একে যেতে হবে।’
তারপর একটি কুকুর রওনা করল। যখন সে বাড়ির ভেতর ঢুকল, এর কিছুক্ষণ পরই একজন লোক কিছু গরম পানি দিয়ে কুকুরটিকে ঝাপটা দিলো। এক দৌড়ে কুকুরটি তাদের আগের অবস্থানে ফিরে গেল। দ্রুত ফিরে যাওয়ায় বাকি দুই কুকুর তার কাছে ঘটনা জানতে চাইলো। তখন প্রথম কুকুর বলল- ‘গেলাম আর গরম গরম দিয়ে দিলো।’
****
এক প্রতিবাদ মিছিলে মেয়েরা সামনে দাঁড়িয়েছে। তাদের পেছনে ছেলেরা দাঁড়ানো। মেয়েরা বলছে-
মেয়ে : উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।
দুষ্টু ছেলেরা পেছন থেকে বলছে-
ছেলে : উই ওয়ান্ট জাস্ট কিস, উই ওয়ান্ট জাস্ট কিস।