আজকের জোকস : ২২ আগস্ট, ২০২২
তিন ভিক্ষুকের বন্ধুত্ব
সারাদিন কাজ করার পর তিন ভিক্ষুক টাকার হিসাব করছিল। তাদের একজন ছিল অন্ধ, একজন ল্যাংড়া এবং অন্যজন ছিল বোবা। ঠিক তখন—
অন্ধ: দেখেছিস, আজ আকাশটা কত সুন্দর লাগছে।
ল্যাংড়া: তোকে মারব এক লাথি।
বোবা: মার মার। মেরে হাড় গুড়ো করে দে। যত টাকা লাগে আমি দেব।
****
খেলনার দোকানে টাকা ফেরত
এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটি ফেরত দিয়ে বললেন—
ভদ্রমহিলা: আমার টাকা ফেরত দেন! নিয়ে যান এই খেলনা।
বিক্রেতা: কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা। এই খেলনা ভাঙা অসম্ভব।
ভদ্রমহিলা: এটা ভাঙে না কিন্তু এই খেলনা দিয়ে পিটিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।
***
দেয়াল থাকার উপকারিতা
বাসে শফিকের পাশেই বসেছে এক মেয়ে। আহ্লাদে গদগদ হয়ে বললো—
শফিক: আপনি দেখতে খুব সুন্দর।
মেয়ে: ধন্যবাদ।
শফিক: ইশ। আপনার আর আমার মাঝে যদি একটা কিছু থাকত।
মেয়ে: হু, আমিও তাই ভাবছি।
শফিক: কী থাকার কথা ভাবছেন, বলুন তো?
মেয়ে: একটা দেয়াল।