আজকের জোকস : ২৩ আগস্ট, ২০২২
গানের শিক্ষক এসেছেন বিল্টুকে গান শেখাতে-
শিক্ষক : বিল্টু, তুই কয়টা গান পারিস?
বিল্টু : ৪টা গান পারি।
শিক্ষক : শুনি তো, কী কী গান জানিস... গেয়ে শোনা একটু।
বিল্টু : ইয়া আলী, পকেট খালি, তুই আমারে কিভাবে ছ্যাকা দিলি?
শিক্ষক : থাম, অন্যটা বল।
বিল্টু : ধাক ধাক কার নে লাগা, তারে ধইরা গালে দুইটা থাপ্পর লাগা!
শিক্ষক : ওরে বাবা, এইটা বাদ।
বিল্টু : দিল তু হি বাতা, কেনো তোমার বাথরুমের বদনা ফাঁটা?
শিক্ষক : এটাও বাদ।
বিল্টু : ধুম মা চালে, ধুম মা চালে ধুম। কাল ছুটি- দিবো সেই লেভেলের ঘুম!
***
রিপ্লাই কে দিচ্ছে
জরিনা ফেসবুকে চ্যাট করছে তার প্রেমিক পল্টুর সাথে–
জরিনা : আমার বাবুটা কী করে?
পল্টুর বাবা : ঘুমিয়ে পড়ছে!
জরিনা : ওলে বাবালে! তাহলে রিপ্লাই কে দিচ্ছে?
পল্টুর বাবা : বাবুর বাপ!
***
বিকেল বেলা নদীর পাড়ে বসে সিন্টু আর পল্টু গল্প করছিল-
সিন্টু : কাল রাত্রে বাড়িতে অনেক দেরিতে পৌঁছলাম। এরপর কলিং বেল বাজালাম। কিন্তু আমার বৌ দরজা খুলল না। সারা রাত বাইরে রাস্তায় থাকতে হলো।
পল্টু : প্রচণ্ড কষ্টে রাতটা কাটলো তোর, বুঝতেই পারছি। কিন্তু সকালে অন্তত বউয়ের খবর তো নিয়েছিস নিশ্চয়ই?
সিন্টু : না রে, তখনই হঠাৎ মনে পড়ল যে, বউ তো তার বাপের বাড়ি গেছে। আর চাবিটা আমার পকেটেই ছিলো।