আজকের জোকস : ২৮ আগস্ট, ২০২২
সবচেয়ে কাছের বন্ধু
অফিসের বস ইন্টারভিউ নিচ্ছেন। একজনকে জিজ্ঞাসা করলেন—
বস: বলুন তো, কে আপনার সবচেয়ে কাছের বন্ধু? যে আপনাকে কখনো জেলখানায় আটক হতে দেবে না সে, নাকি আপনি কখনো আটক হলে যথাসাধ্য চেষ্টা করে আপনাকে ছাড়িয়ে আনবে সে?
ক্যান্ডিডেট: দুজনের কেউই না। সবচেয়ে কাছের বন্ধু সে যে, জেলখানায় আপনার পাশে বসে থাকবে, আর বলবে, খুব মজা হইছিল, নারে দোস্ত!
****
স্যুপের মধ্যে একটা মাছি
রেস্তোরাঁয় খেতে গেছে বাবলু। বেয়ারাকে ডেকে বলছে—
বাবলু: বেয়ারা, এখানে এসো। কী করো তোমরা? দেখছ না, স্যুপের মধ্যে একটা মাছি পড়ে হাবুডুবু খাচ্ছে?
বেয়ারা: তো আমি এখন কী করব? উদ্ধারকর্মীদের খবর দেব?
****
ইচ্ছা পূরণ
এক ধনাঢ্য ব্যক্তি একবার একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন—
ব্যক্তি: আমি যেদিন প্রথম শহরে আসি, তখন আমার পকেটে ছিল এক টাকা। একদিন এক বৃদ্ধা আমাকে বললেন, বেটা, তুই যদি তোর সব অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে। আমার কাছে এক টাকাই ছিল, আমি তাকে সেই টাকাটা দিয়ে দিলাম। ফলাফল, আজ আমি এই অবস্থানে।
বক্তৃতা শেষে নিজের আসনে গিয়ে বসলেন লোকটি। এক বৃদ্ধা এসে তাকে বললেন, বেটা, তুই যদি তোর সমস্ত অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে!