আজকের জোকস : ২৯ আগস্ট, ২০২২
এক ফকির পল্টুকে বলছে—
ফকির : আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটা।
পল্টু : আমি বেটা নয়, আমার নাম পল্টু।
ফকির : কিছু দে পল্টু।
পল্টু : আমার পুরো নাম আহাদ আলম পল্টু।
ফকির : কিছু দে আহাদ আলম পল্টু।
পল্টু : হ্যাঁ, এখন ঠিক আছে। আমাকে মাফ করেন!
***
বল্টু তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে এসেছে—
গার্লফ্রেন্ড : আমি আমার পার্সটা ভুলে বাসায় রেখে এসেছি।
বল্টু : তাতে কী হয়েছে?
গার্লফ্রেন্ড : কিন্তু এখন আমার ২ হাজার টাকার খুব দরকার।
বল্টু : কোনো সমস্যা নেই, আমি আছি না। এই নাও ২০ টাকা, এটা দিয়ে রিকশা করে বাসায় গিয়ে পার্সটা নিয়ে এসো।
***
ছাত্র : ম্যাডাম, আই লাভ ইউ।
ম্যাডাম : কী! বেয়াদব ছেলে।
ছাত্র : ইয়ে... ম্যাডাম, আই লাভ ইউ এর মানে কী?
ম্যাডাম : ও আচ্ছা, তাই বলো, আমি তোমাকে ভালোবাসি।
ছাত্র : ছি ম্যাডাম, এটা কী বলেন! আমি আপনার সন্তানের মতো!