আজকের জোকস : ৩০ আগস্ট, ২০২২
বল্টু এক শপিং মলে চুরি করতে গেলো। চুরি করার সময় দারোয়ান বল্টুকে দেখে ফেলে এবং ধরার চেষ্টা করে। কিন্তু বল্টু পালিয়ে যায়।
পরদিন বল্টু আবার সেখানে চুরি করতে যায়। দারোয়ান আবার তাকে ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। পরে দারোয়ান বুঝতে পারে যে, চোরটা যখন দুবার এসেছে তাহলে আবার আসবে।
তৃতীয় দিন বল্টু চুরি করতে যাওয়ার সময় দারোয়ান বল্টুকে ধরে ফেলে এবং পুলিশে দেয়। থানায় নিয়ে পুলিশ বল্টুকে জিজ্ঞেস করল-
পুলিশ : তুমি একই শপিং মলে তিন বার চুরি করতে গিয়েছিলে কেন?
বল্টু : আমার কী দোষ? যখনই চুরি কইরা বার হই; গেইটে লেখা থাকে ‘ধন্যবাদ আবার আসবেন’।
***
এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দাঁড়ায়-
মাতাল : এই যে ভাই, নিচে ওটা কী?
পথচারী : কেন, চাঁদ।
মাতাল : কি? আমি এতো উপরে? কীভাবে উঠলাম?
***
এক ফকির পল্টুকে বলছে—
ফকির : আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটা।
পল্টু : আমি বেটা নয়, আমার নাম পল্টু।
ফকির : কিছু দে পল্টু।
পল্টু : আমার পুরো নাম আহাদ আলম পল্টু।
ফকির : কিছু দে আহাদ আলম পল্টু।
পল্টু : হ্যাঁ, এখন ঠিক আছে। আমাকে মাফ করেন!